অমিত সাহ সভা বন্ধ চাপে বিজেপি নেতা - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, 17 January 2019

অমিত সাহ সভা বন্ধ চাপে বিজেপি নেতা


নিউজ সোনার বাংলা: ১৯জানুরায়ী কলকাতার বিগ্রেডের জন্য সভা করবেন তৃণমূল এবং সারা ভারতের বিজেপি বিরোধী দলগুলো। এদিকে বিজেপির রথযাত্রা থমকে যাওয়ায়, আজ রাজ্য বিজেপি রণকৌশল ঠিক করেছে,রাজ্যে বিজেপির দিলীপ ঘোষ জানিয়েছেন ২০,২১এবং ২২ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলার পাঁচটি প্রান্তে সভা করবে। এবং৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সভা করবেন বলে জানানো হয়েছে। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে গেলেন অমিত শাহ।

আরো পড়ুুন সিপিএম থেকে তৃণমূলে যোগদান মাজদিয়া পানশিলার পথ সভায়

বিজেপি লোকসভা ভোটের আগে কবে সভা করবেন তা এখনো রাজ্য বিজেপির দপ্তর থেকে জানানো হয়নি। কিন্তু দিলীপ ঘোষ টুইট করে বলেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। লোকসভা ভোটের আগে অমিত সাহের মতো এক ব্যক্তির সভা না করাকে বিরোধীদের কাছে অক্সিজেন পাবে। এখন ও সভা নিয়ে কোন উত্তর দেয়নি রাজ্যে নেতৃত্ব।

চিকিৎসা জানিয়েছেন সয়াইন ফ্লুঁ আক্রান্ত হলে কম করে ২সপ্তাহ শরীর অসুস্থ থাকে। ফলে ফের চাপে রাজ্যে বিজেপি। এখন দেখার বিশয় সত্যি কি সভা করতে পারবেন অমিত সাহ। বিজেপি নেতৃত্ব থেকে এখন ও কিছু জানাইনি৷

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot