ব্রিগেডে যোগ দিতে শুক্রবারই শহরে পা রাখছেন বিজেপি-বিরোধীরা - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Thursday, 17 January 2019

ব্রিগেডে যোগ দিতে শুক্রবারই শহরে পা রাখছেন বিজেপি-বিরোধীরা


নিউজ সোনার বাংলা: রাত পোহালেই তৃণমূলের মহা-ব্রিগেড।

বৃহস্পতিবার থেকেই গোটা শহর মমতার কাট আউট আর ঘাসফুলময়। বিজেপি- বিরোধী সব দলকে এক মঞ্চে হাজির করার লক্ষ্যেই এই ব্রিগেড মহাসমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলসূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা 11টার পর থেকেই একে একে দমদমে নামবেন জাতীয়স্তরের নেতারা।

শুক্রবারই কলকাতায় আসছেন:

● প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া

● অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

● প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার

● JDU নেতা শারদ যাদব

● দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

● ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা

● সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব

● BSP’র রাজ্যসভার নেতা সতীশ মিশ্র

● DMK নেতা স্ট্যালিন

● গুজরাতের নেতা হার্দিক প্যাটেল

●জিগ্নেশ মেওয়ানি

● লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে

● অসমের UDF নেতা বদরুদ্দিন আজমল।

● বিশিষ্ট এই নেতারা রাতে শহরে থেকে পরের দিন যোগ দেবেন ব্রিগেড সমাবেশে।

● বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শনিবার সকালেই শহরে আসবেন।

● জাতীয় স্তরের এই রাজনৈতিক মহারথীদের  স্বাগত জানাতে বিমানবন্দরে থাকছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং  অন্য সাংসদরা।

● বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের প্রোটোকল অফিসাররা বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন।

● মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আপ্ত সহায়ক রতন মুখোপাধ্যায় জাতীয় নেতাদের স্বাগত জানাবেন। দিল্লির রাজনৈতিক মহলে সুপরিচিত রতনবাবু জাতীয় স্তরের নেতাদের দেখভালের জন্যই কলকাতায় এসেছেন।

● ব্রিগেড সমাবেশের পর বিকেল চারটের সময় আলিপুরের সৌজন্য ভবনে চা চক্রের আসরে যোগ দেবেন জাতীয়স্তরের নেতারা। সেখানেই মোদি বিরোধিতার একটি রূপরেখা তৈরি হবে।

● অধিকাংশ নেতাই শনিবার সন্ধ্যায় কলকাতা ছাড়বেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

● বিভিন্ন রাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী মিলিয়ে প্রায় 20 জন জাতীয়স্তরের নেতা হাজির থাকবেন  ব্রিগেড সমাবেশে।

● মমতা বন্দ্যোপাধ্যায়  দেশে পরিবর্তনের ডাক দিয়ে ব্রিগেড আসার আমন্ত্রণ জানিয়ে বাংলা, হিন্দি ছাড়াও আরও 5টি ভাষায় ট্যুইট করেছেন।




No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot