পূর্ব বর্ধমানে শুরু হল মিষ্টি হাবে মিষ্টি উৎসব উদ্বোধন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 16 January 2019

পূর্ব বর্ধমানে শুরু হল মিষ্টি হাবে মিষ্টি উৎসব উদ্বোধন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ



নিউজ সোনার বাংলা:  মিষ্টি হাবে মিষ্টি উৎসব 2019 এর সূচনা হলো বুধবার, উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শ্রীমতি শম্পা
ধারা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ অন্যান্যরা। রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতধরে বর্ধমাননের উল্লাস শুরু হয়েছিল মিষ্টি হাবের প্রথম
পর্যায়ে পথচলা। ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজ। এইবার পালা বিপননের সঠিক
ব্যবস্থা করা। সেই লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এই মিষ্টি উৎসবের আয়োজন
করা হয়। অংশ নেয় মিষ্টি হাবের ২৫ টি দোকান,  সূত্রের খবর সীতাভোগ,রসগোল্লা, জলভরা
সন্দেশ সবই থাকছে এই উৎসবে। বিভিন্ন ধরনের মনোরঞ্জনের জন্য থাকছে বাউল গান বিভিন্ন
ধরনের প্রতিযোগিতা এমনকি ক্রেতা আকর্ষণের জন্য থাকছে বিশেষ ছাড়, ক্রাচ কার্ডের মাধ্যমে
মিলবে 50% পর্যন্ত ছাড়। উৎসব চলবে 22 শে জানুয়ারি পর্যন্ত।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot