ব্রিগেড সমাবেশের সমর্থনে আজ নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণসাহা মহাশয়।
তিনি ৩৪ বছরের সিপিএমের দূর্নীতির কথা বলতে গিয়ে বলেন "সিপিএমের কোনো নেতা কে খুজে পাওয়া যেতোনা
ভোটের সময় ছাড়া" আরো বলেন "ভোটের সময় তাদের দেখা মিলত কাধে থাকতো কবিদের মত ব্যাগ মানে
কবি কবি ভাব ছন্দের অভাব। শুধুই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতো তারা অথচ কাজের কাজ কিছুই করেনি।
আমাদের সরকার কোনো প্রতিশ্রুতি দেইনা কাজ করে দেখায়" এছাড়াও তিনি মমতা ব্যানার্জী আরো উন্নয়ের কথা তুলে ধরেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের শীর্ষ নেতৃত্ব মাননীয় তাপস ঘোস, নবদ্বীপ ব্লক সংখ্যালঘু সেলের
সভাপতি মির সাহানুর রহমান, মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আকবৎ আলী সেখ,প্রাক্তন উপ প্রধান
বলরাম মন্ডল,মিঠুন দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব।
এছাড়াও এই মঞ্চে CPM বিশিষ্ট নেতা মাননীয় নাসিরউদ্দিন সেখ সহ বেশ কিছু CPM নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয়।
সভায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নবদ্বীপ ব্লকের শীর্ষ নেতা মাননীয় তাপস ঘোষ মহাশয় বক্তৃতা রাখতে গিয়ে বলেন " যদি কোনো বিজেপির কর্মী
আপনার বাড়িতে ভোট চাইতে আসে তাহলে তাকে বলুন আগে ১৫ লক্ষ টাকা দাও তারপর ভোটের জন্য আবেদন করবে"
আরো বলেন সাম্প্রদায়িক ধর্ম নিয়ে রাজনীতি করা দল বিজেপি।
সর্বশেষে বক্তৃতা রাখেন মাজদিয়া পানশিলা অঞ্চলের তৃনমূল কংগ্রেস সভাপতি মিঠুন দেবনাথ
তিনি বিজেপির রাজনৈতিক প্রেক্ষপট পর্যালোচনা করেন। পাশাপাশি মমতা ব্যানার্জীর একাধিক উন্নয়নের
কথা আপামর জনসাধারণের কাছে তুলে ধরেন। সেই সাথে এলাকার সর্বস্তরের মানুষকে আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেডমুখি হওয়ার আহ্বান জানান
No comments:
Post a Comment