নিউস সোনার বাংলা: তিনি প্রধানমন্ত্রী। ঠিক-বেঠিকের তোয়াক্কা না করে তাঁর জন্যে সব কিছুই হতে পারে। যে সময়ে দাঁড়িয়ে মাত্রাতিরিক্ত দূষণ রোধ করতে আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন, যখন দূষণ আটকাতে নানারকম পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্যে সভা করতে আসার জন্যে কেটে ফেলা হল এক হাজার গাছ।
আগামিকাল উড়িষ্যার বলাঙ্গীরে সভা করতে আসছেন মোদী তাই তাঁর জন্যে হেলিপ্যাড তৈরি করতে গিয়ে কেটে ফেলা হল এতগুলি গাছ। রেল কর্তৃপক্ষকে এই ব্যাপারে নোটিশ দর্শানো হয়েছে এবং কার অনুমতিতে এবং কেন এই কাজ করা হয়েছে জানতে চাওয়া হয়েছে তাও-ও। ১০০০টি গাছ কাটার জন্য নেওয়া হয়নি বনদফতরের অনুমতি৷ বনদফতরের এক আধিকারিক জানান, ‘১০০০টি গাছ কাটার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ সম্ভবত ১০০০ থেকে ১২০০টি গাছ কাটা হয়েছে ৷’
সূত্রের খবর রেলের জমিতে গাছ গুলি ছিল কিন্তু তারাও নিজেদের ওপর থেকে এই ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইছে। রাজ্যসভার সাংসদ প্রশান্ত নন্দ বলেছেন, নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যদি গাছ কাটার দরকার পড়ে, তা হলে রাজ্য সরকার নিশ্চয়ই ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকবে।’’
গুটিকয়েক মানুষ এই ঘটনাকে সমর্থন করলেও অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন পরিবেশবিদরা। কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ বান্ধব ‘কন্যাশ্রী কলম’ ব্যবহারের ওপর জোর দিয়েছিলেন, সেখানে এতগুলি গাছ এভাবে কেটে ফেলার জন্য আবারও তীব্র সমালোচনার মুখে মোদী। যদিও বিজেপির পক্ষ থেকে স্বাভাবিক ভাবেই কোন রকম কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
No comments:
Post a Comment