বড়সড় ধাক্কা বিজেপির, রথযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, 15 January 2019

বড়সড় ধাক্কা বিজেপির, রথযাত্রার অনুমতি দিল না শীর্ষ আদালত


নিউস সোনার বাংলা: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল বিজেপি। নির্বাচনের আগে বঙ্গে হবে না কোনও রথযাত্রা। রাজ্য সরকার প্রথম থেকেই অশান্তির আশঙ্কা করে এসেছে। সেই অশান্তির আশঙ্কাকেই মান্যতা দিল শীর্ষ আদালত। স্পষ্টত জানিয়ে দিল, রাজ্যে কোনও রথযাত্রা হবে না। তবে শীর্ষ আদালত জানিয়েছে, রাজ্য বিজেপি চাইলে মিটিং, মিছিল করতে পারে। এছাড়া রথযাত্রার নতুন কোনও পরিকল্পনা নিয়ে রাজ্য বিজেপি যদি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তবে আদালত তা বিবেচনা করবে বলে জানিয়েছে।

সুপ্রিম কোর্টের রায় নিয়ে দিলীপ ঘোষ বলেন, আদালত অনুমতি না দিলে রথ হবে না, তবে জনসভা হবেই। এর পাশাপাশি আইন অমান্য চলবেই। তিনি আরও বলেন, আদালতের লড়াই আদালতে চলবে। তবে রায় যদি রথযাত্রার বিপক্ষে হয় তবে তা হবে না। সরকারকেও খোঁচা দিয়ে তিনি বলেন, রাজ্য সরকার সহায়তা না করলে রাজ্যে কিছু করা যায় না। এই বিষয়েও তা হয়েছে। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলা হবে, আলোচনা চলবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot