টাকার লোভ দেখিয়ে বিজেপিতে টানতে চাইছে সৌমিত্র খাঁ বিক্ষোভ জনতার - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, 16 January 2019

টাকার লোভ দেখিয়ে বিজেপিতে টানতে চাইছে সৌমিত্র খাঁ বিক্ষোভ জনতার


নিউস সোনার বাংলা: দলত্যাগী তৃণমুল সাংসদ তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এবার পথে নেমে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বাঁকুড়ার খাতরার সিমলাপালে রাজ্য সড়ক অবরোধ করে আজ দুপুরে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূলের আদিবাসী কর্মী সমর্থকদের মোটা অর্থের লোভ দেখিয়ে বিজেপিতে যোগদান সাথে বিজেপিকে ভোট দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন সৌমিত্র খাঁ । তাই সৌমিত্র খাঁয়ের শাস্তির দাবিতে আজ তারা পথ অবরোধ করেন।
উল্লেখ্য গতকাল খাতরা থানায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
বিক্ষুব্ধ আদিবাসীদের অভিযোগ যে, তাদেরই এক নেতাকে সৌমিত্র খাঁ ফোনে মোটা টাকার লোভ দেখিয়ে বলেছেন, সমস্ত আদিবাসী মানুশজন যেন বিজেপিকে ভোট দেয় বলে অভিযোগ। তাদের বক্তব্য তারা বরাবর সৎ পথে থাকেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে ক্লাজ করে চলেছেন। কিন্তু এভাবে তাদের টাকার প্রলোভন দেখানো যেন তাদের হাটে বাজারে কেনা বেচা করার মতো হচ্ছে। তারই প্রতিবাদে আজ তারা পথ অবরোধ করেন। তারা সৌমিত্র খাঁয়ের শাস্তির দাবি জানান। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাতরার এসডিপিও। তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot