Post Top Ad
Your Ad Spot
Friday, 21 February 2020
Friday, 18 January 2019
মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের ব্রিগেড যাত্রা
NEW SONAR BANGLA
January 18, 2019
0
নিউজ সোনার বাংলা: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখন সাজ সাজ রব। কারণ 19 শে জানুয়ারি আসতে আর 24 ঘন্টাও বাকি নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীরা। এমনই মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের একটি টিম রওনা হয় আজ এদের মধ্যে উপস্থিত আছেন মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের 213 নম্বর বুথের প্রতিনিধি নেপাল চন্দ্র সাধুকখাঁ সহ আরো অনেকে
Thursday, 17 January 2019
ব্রিগেডে যোগ দিতে শুক্রবারই শহরে পা রাখছেন বিজেপি-বিরোধীরা
NEW SONAR BANGLA
January 17, 2019
0
নিউজ সোনার বাংলা: রাত পোহালেই তৃণমূলের মহা-ব্রিগেড।
বৃহস্পতিবার থেকেই গোটা শহর মমতার কাট আউট আর ঘাসফুলময়। বিজেপি- বিরোধী সব দলকে এক মঞ্চে হাজির করার লক্ষ্যেই এই ব্রিগেড মহাসমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলসূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা 11টার পর থেকেই একে একে দমদমে নামবেন জাতীয়স্তরের নেতারা।
শুক্রবারই কলকাতায় আসছেন:
● প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া
● অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু
● প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার
● JDU নেতা শারদ যাদব
● দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
● ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা
● সমাজবাদী পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
● BSP’র রাজ্যসভার নেতা সতীশ মিশ্র
● DMK নেতা স্ট্যালিন
● গুজরাতের নেতা হার্দিক প্যাটেল
●জিগ্নেশ মেওয়ানি
● লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে
● অসমের UDF নেতা বদরুদ্দিন আজমল।
● বিশিষ্ট এই নেতারা রাতে শহরে থেকে পরের দিন যোগ দেবেন ব্রিগেড সমাবেশে।
● বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা শনিবার সকালেই শহরে আসবেন।
● জাতীয় স্তরের এই রাজনৈতিক মহারথীদের স্বাগত জানাতে বিমানবন্দরে থাকছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এবং অন্য সাংসদরা।
● বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের প্রোটোকল অফিসাররা বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাবেন।
● মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আপ্ত সহায়ক রতন মুখোপাধ্যায় জাতীয় নেতাদের স্বাগত জানাবেন। দিল্লির রাজনৈতিক মহলে সুপরিচিত রতনবাবু জাতীয় স্তরের নেতাদের দেখভালের জন্যই কলকাতায় এসেছেন।
● ব্রিগেড সমাবেশের পর বিকেল চারটের সময় আলিপুরের সৌজন্য ভবনে চা চক্রের আসরে যোগ দেবেন জাতীয়স্তরের নেতারা। সেখানেই মোদি বিরোধিতার একটি রূপরেখা তৈরি হবে।
● অধিকাংশ নেতাই শনিবার সন্ধ্যায় কলকাতা ছাড়বেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
● বিভিন্ন রাজ্যের নেতা, মুখ্যমন্ত্রী মিলিয়ে প্রায় 20 জন জাতীয়স্তরের নেতা হাজির থাকবেন ব্রিগেড সমাবেশে।
● মমতা বন্দ্যোপাধ্যায় দেশে পরিবর্তনের ডাক দিয়ে ব্রিগেড আসার আমন্ত্রণ জানিয়ে বাংলা, হিন্দি ছাড়াও আরও 5টি ভাষায় ট্যুইট করেছেন।
অমিত সাহ সভা বন্ধ চাপে বিজেপি নেতা
NEW SONAR BANGLA
January 17, 2019
0
নিউজ সোনার বাংলা: ১৯জানুরায়ী কলকাতার বিগ্রেডের জন্য সভা করবেন তৃণমূল এবং সারা ভারতের বিজেপি বিরোধী দলগুলো। এদিকে বিজেপির রথযাত্রা থমকে যাওয়ায়, আজ রাজ্য বিজেপি রণকৌশল ঠিক করেছে,রাজ্যে বিজেপির দিলীপ ঘোষ জানিয়েছেন ২০,২১এবং ২২ তারিখ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলার পাঁচটি প্রান্তে সভা করবে। এবং৮ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সভা করবেন বলে জানানো হয়েছে। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে গেলেন অমিত শাহ।
আরো পড়ুুন সিপিএম থেকে তৃণমূলে যোগদান মাজদিয়া পানশিলার পথ সভায়
বিজেপি লোকসভা ভোটের আগে কবে সভা করবেন তা এখনো রাজ্য বিজেপির দপ্তর থেকে জানানো হয়নি। কিন্তু দিলীপ ঘোষ টুইট করে বলেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। লোকসভা ভোটের আগে অমিত সাহের মতো এক ব্যক্তির সভা না করাকে বিরোধীদের কাছে অক্সিজেন পাবে। এখন ও সভা নিয়ে কোন উত্তর দেয়নি রাজ্যে নেতৃত্ব।
চিকিৎসা জানিয়েছেন সয়াইন ফ্লুঁ আক্রান্ত হলে কম করে ২সপ্তাহ শরীর অসুস্থ থাকে। ফলে ফের চাপে রাজ্যে বিজেপি। এখন দেখার বিশয় সত্যি কি সভা করতে পারবেন অমিত সাহ। বিজেপি নেতৃত্ব থেকে এখন ও কিছু জানাইনি৷
Wednesday, 16 January 2019
পূর্ব বর্ধমানে শুরু হল মিষ্টি হাবে মিষ্টি উৎসব উদ্বোধন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ
NEW SONAR BANGLA
January 16, 2019
0
নিউজ সোনার বাংলা: মিষ্টি হাবে মিষ্টি উৎসব 2019 এর সূচনা হলো বুধবার, উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শ্রীমতি শম্পা
ধারা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি সহ অন্যান্যরা। রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতধরে বর্ধমাননের উল্লাস শুরু হয়েছিল মিষ্টি হাবের প্রথম
পর্যায়ে পথচলা। ইতিমধ্যে শেষ হয়েছে দ্বিতীয় পর্যায়ের কাজ। এইবার পালা বিপননের সঠিক
ব্যবস্থা করা। সেই লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এই মিষ্টি উৎসবের আয়োজন
করা হয়। অংশ নেয় মিষ্টি হাবের ২৫ টি দোকান, সূত্রের খবর সীতাভোগ,রসগোল্লা, জলভরা
সন্দেশ সবই থাকছে এই উৎসবে। বিভিন্ন ধরনের মনোরঞ্জনের জন্য থাকছে বাউল গান বিভিন্ন
ধরনের প্রতিযোগিতা এমনকি ক্রেতা আকর্ষণের জন্য থাকছে বিশেষ ছাড়, ক্রাচ কার্ডের মাধ্যমে
মিলবে 50% পর্যন্ত ছাড়। উৎসব চলবে 22 শে জানুয়ারি পর্যন্ত।
সিপিএম থেকে তৃণমূলে যোগদান মাজদিয়া পানশিলার পথ সভায়
NEW SONAR BANGLA
January 16, 2019
0
ব্রিগেড সমাবেশের সমর্থনে আজ নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা তৃণমূল কংগ্রেসের বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণসাহা মহাশয়।
তিনি ৩৪ বছরের সিপিএমের দূর্নীতির কথা বলতে গিয়ে বলেন "সিপিএমের কোনো নেতা কে খুজে পাওয়া যেতোনা
ভোটের সময় ছাড়া" আরো বলেন "ভোটের সময় তাদের দেখা মিলত কাধে থাকতো কবিদের মত ব্যাগ মানে
কবি কবি ভাব ছন্দের অভাব। শুধুই প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতো তারা অথচ কাজের কাজ কিছুই করেনি।
আমাদের সরকার কোনো প্রতিশ্রুতি দেইনা কাজ করে দেখায়" এছাড়াও তিনি মমতা ব্যানার্জী আরো উন্নয়ের কথা তুলে ধরেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লকের শীর্ষ নেতৃত্ব মাননীয় তাপস ঘোস, নবদ্বীপ ব্লক সংখ্যালঘু সেলের
সভাপতি মির সাহানুর রহমান, মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আকবৎ আলী সেখ,প্রাক্তন উপ প্রধান
বলরাম মন্ডল,মিঠুন দেবনাথ সহ স্থানীয় নেতৃত্ব।
এছাড়াও এই মঞ্চে CPM বিশিষ্ট নেতা মাননীয় নাসিরউদ্দিন সেখ সহ বেশ কিছু CPM নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি মাননীয় বিমান কৃষ্ণ সাহা মহাশয়।
সভায় স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো
নবদ্বীপ ব্লকের শীর্ষ নেতা মাননীয় তাপস ঘোষ মহাশয় বক্তৃতা রাখতে গিয়ে বলেন " যদি কোনো বিজেপির কর্মী
আপনার বাড়িতে ভোট চাইতে আসে তাহলে তাকে বলুন আগে ১৫ লক্ষ টাকা দাও তারপর ভোটের জন্য আবেদন করবে"
আরো বলেন সাম্প্রদায়িক ধর্ম নিয়ে রাজনীতি করা দল বিজেপি।
সর্বশেষে বক্তৃতা রাখেন মাজদিয়া পানশিলা অঞ্চলের তৃনমূল কংগ্রেস সভাপতি মিঠুন দেবনাথ
তিনি বিজেপির রাজনৈতিক প্রেক্ষপট পর্যালোচনা করেন। পাশাপাশি মমতা ব্যানার্জীর একাধিক উন্নয়নের
কথা আপামর জনসাধারণের কাছে তুলে ধরেন। সেই সাথে এলাকার সর্বস্তরের মানুষকে আগামী ১৯ শে জানুয়ারী ব্রিগেডমুখি হওয়ার আহ্বান জানান
টাকার লোভ দেখিয়ে বিজেপিতে টানতে চাইছে সৌমিত্র খাঁ বিক্ষোভ জনতার
NEW SONAR BANGLA
January 16, 2019
0
নিউস সোনার বাংলা: দলত্যাগী তৃণমুল সাংসদ তথা সদ্য বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে এবার পথে নেমে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বাঁকুড়ার খাতরার সিমলাপালে রাজ্য সড়ক অবরোধ করে আজ দুপুরে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তৃণমূলের আদিবাসী কর্মী সমর্থকদের মোটা অর্থের লোভ দেখিয়ে বিজেপিতে যোগদান সাথে বিজেপিকে ভোট দেওয়ার প্রলোভন দেখাচ্ছেন সৌমিত্র খাঁ । তাই সৌমিত্র খাঁয়ের শাস্তির দাবিতে আজ তারা পথ অবরোধ করেন।
উল্লেখ্য গতকাল খাতরা থানায় সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
বিক্ষুব্ধ আদিবাসীদের অভিযোগ যে, তাদেরই এক নেতাকে সৌমিত্র খাঁ ফোনে মোটা টাকার লোভ দেখিয়ে বলেছেন, সমস্ত আদিবাসী মানুশজন যেন বিজেপিকে ভোট দেয় বলে অভিযোগ। তাদের বক্তব্য তারা বরাবর সৎ পথে থাকেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়ে ক্লাজ করে চলেছেন। কিন্তু এভাবে তাদের টাকার প্রলোভন দেখানো যেন তাদের হাটে বাজারে কেনা বেচা করার মতো হচ্ছে। তারই প্রতিবাদে আজ তারা পথ অবরোধ করেন। তারা সৌমিত্র খাঁয়ের শাস্তির দাবি জানান। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাতরার এসডিপিও। তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
Post Top Ad
Your Ad Spot