কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই চলবে রিজার্ভ ব্যাঙ্ক- গর্ভনর। - News Sonar Bangla

Hot

Post Top Ad

Your Ad Spot

Tuesday, 15 January 2019

কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই চলবে রিজার্ভ ব্যাঙ্ক- গর্ভনর।


এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্দরে যে জল্পনাটি মাথাচাড়া দিয়ে উঠছে সেটি হল-রিজার্ভ ব্যাঙ্ককে কি করায়ত্ত্ব করে ফেললন মোদী? এবং এই জল্পনার সূত্রপাত নতুন গর্ভনরের কথায়। কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই চলবে রিজার্ভ ব্যাঙ্ক,দায়িত্ব নিয়ে এমন কথাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের নয়া গর্ভনর শক্তিকান্ত দাস।
সোমবার দিল্লির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তিনি বক্তব্যে জানালেন,’আরবিআই এমন কোনও পরিস্থিতি তৈরি করবে না, যেখানে নগদের জোগান দিতে গিয়ে উলু বনে মুক্ত ছড়ানো হয়ে যায়।’ যে পথের বিরুদ্ধে যেতে গিয়ে গর্ভনর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল প্রাক্তনকে,নয়া গর্ভনর কি সেই পথেই হাঁটছেন? এই প্রশ্নকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।
নগধ সঙ্কটে ভুগছে এমন বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানকে লোকসভা ভোটের মুখে চাঙ্গা করে তুলতে আরবিআইয়ের সাহায্য চেয়েছিল কেন্দ্র। কেন্দ্রের দাবী ছিল,এই আর্থিক সংকটে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোকে রিজার্ভ ব্যাঙ্কে নিজস্ব কোষাগারের অর্থ দিয়ে সহায়তা করবে। কিন্তু কেন্দ্রের এই আবেদন নিয়ে প্রথম থেকেই আপত্তি জানায় প্রাক্তন আরবিআই প্রধান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot