নিউস সোনার বাংলা: অসাধারণ দক্ষতা দেখিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী ৫৭ বছর বয়সের ফারুক ইসলাম নুরুলহক। আরব আমিরাতের পত্রিকার শিরোনামে বাংলাদেশি এই ব্যাক্তির ছবি এবং সম্মানের সাথে তার নাম স্পষ্ট করে দিলেন। শত লোকেদের ভিড়ের মধ্যে থেকে একমাত্র তিনিই দৌড়িয়ে গিয়ে জ্বলন্ত বিল্ডিংয়ের দ্বিতীয় তলার জানালা থেকে ফেলে দেওয়া ৩ বছরের শিশুটিকে সাহস করে ধরলেন এবং সফল ভাবে কোন প্রকার আঘাত ছাড়াই বাঁচাতে সক্ষম হলেন।
ছেলেটির জীবন রক্ষা করার জন্য মঙ্গলবার আরব আমিরাতের জাতীয় দৈনিক আজমান সিভিল ডিফেন্স কর্তৃক বাংলাদেশী এই ব্যক্তিকে সম্মানিত করা হয়।
তিনি বললঃ আমি দূর থেকে দেখছি জ্বলন্ত বিল্ডিংয়ের ধুয়ার মধ্যে থেকে এক মহিলা তার সন্তানকে বাঁচানোর জন্য জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করছে । সেখানে বিশাল মানুষের ভিড় ছিল কিন্তু কেউ তাকে উদ্ধার করার চিন্তা করলো না।কিন্তু আমি আর থাকতে পারলাম না এগিয়ে গেলাম এবং দ্বিতীয়তলায় থাকা ওই মহিলার দিকে তাকালাম মহিলাও আমার দিকে তাকাল তার পর বাচ্চাটিকে আমার হাতে ছেড়ে দিল ।
বাচ্চাটির মা তাকিয়ে দেখলো বাচ্চাটিকে নিরাপদে রক্ষা পেল। ফারুক মিয়া খালিজ টাইমসকে আরো জানান তিনি এক বন্ধুর সাথে দেখা করার জন্য পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি একটি মুদি দোকানে কাজ করে।
শনিবার রাতে নুয়াইমিয়ায় তিন তলার এই অ্যাপার্টমেন্ট ভবনটি ভীষণভাবে আগুন লেগে কালো ধোঁয়ায় ভরে যায় । জানালা ছাড়া বের হওয়ার আর কোন উপায় ছিল না ।
No comments:
Post a Comment